প্রচ্ছদ > আন্তর্জাতিক >

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫

article-img

পাকিস্তানের বেলুচিস্তানের ডুকি জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত পাঁচ সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাদেশিক পুলিশের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও অন্যান্য বাহিনী ভাবার পাহাড়ি এলাকায় অভিযানে অংশ নেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। খবর ডনের।

 

 

শনিবার সিটিডি দাবি করে, নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠনের সদস্য। তারা নিরাপত্তা বাহিনী, কয়লা শ্রমিক ও সাধারণ মানুষের ওপর হামলার সঙ্গে জড়িত। তাদের মরদেহ ডুকি সরকারি হাসপাতালে পাঠানোর পর কোয়েটার সিভিল হাসপাতালে পাঠানো হবে।

নিরাপত্তা বাহিনীর দাবি, সন্ত্রাসীরা ডুকি ও জিয়ারাতে হামলার পরিকল্পনা করছিল এবং পাহাড়ে আস্তানা গড়ে তুলেছিল।

 

অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ও মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। তারা জানান, সন্ত্রাস নির্মূলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং বেলুচিস্তানে শান্তি ও উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে।


আরো খবর